Tripura Football: পুলিশকে হারিয়ে মহিলা লীগ ফুটবলে চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল।

IMG 20251123 WA0125

টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।।
          প্রত্যাশিতভাবেই মহিলা ফুটবল লিগের খেতাব জয় করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। রবিবার আসরের ফাইনাল ম্যাচে তারুণ্যের জোয়ারের কাছে পরাজিত হয় অভিজ্ঞ ত্রিপুরা পুলিশ দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের ফাইনাল ম্যাচে রবিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ত্রিপুরা পুলিশ। তারুণ্যের গতির বিরুদ্ধে শুরু থেকে দুরন্ত লড়াই করার চেষ্টা করলেও ম্যাচ যত এগিয়েছে ততই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে কল্পনা দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পেয়ে অপরাজিতভাবে খেতাব জয় করে ত্রিপুরা স্পোর্টস স্কুল। বিজয়ী দলের পক্ষে মারিনা জমাতিয়া, শ্রীয়া দেব এবং কেয়া দেববর্মা গোল করেন। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ছিলো।  খেলা পরিচালনা করেন পল্লব চকর্বর্তী। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মারিনা জমাতিয়া।এদিকে দিনের প্রথম ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ২-০ গোলে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করে আসরে তৃতীয় স্থান দখল করে। বিজয়ী দলের পক্ষে নিশা জমাতিয়া জোড়া গোল করেন। দুই অর্ধে দুটি গোল হয়। খেলা পরিচালনা করেন উৎপল চৌধুরী। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নিশা জমাতিয়া। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দেশের গর্ব জিমন্যাস্ট পদ্মশ্রী ডঃ দীপা কর্মকার, ভারত সেরা দাবাড়ু আর্শিয়া দাস প্রমূখ। রাজ্য ফুটবল সংস্থা পক্ষ থেকে সদ্য অনূর্ধ্ব ১৫ জাতীয় দাবা আসরে ভারত সেরা হওয়া আর্শিয়া দাসকে সংবর্ধিত করা হয়।


One thought on “Tripura Football: পুলিশকে হারিয়ে মহিলা লীগ ফুটবলে চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল।

  1. Jiliasia8, man! This place has a sick selection of JILI games! I’m talking the good stuff. Deposits are quick, withdrawals are pretty fast too. Give it a look-see if you’re a JILI fan like me! jiliasia8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *