টিএসএন ডেস্ক,২৭ জুলাই।।
পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। মধ্যপ্রদেশে অনুষ্ঠিত বি সি রায় ফুটবল প্রতিযোগিতায়। শনিবার মুষলধারে বৃষ্টির মধ্যে উত্তরপ্রদেশের মুখোমুখি হয়েছিল ত্রিপুরা। মুষলধারে বৃষ্টির ফলে রাজ্য দলের ফুটবলাররা সুনাম অনুযায়ী খেলতেই পারিনি। শেষ পর্যন্ত ৫-১ গোলে পরাজিত হয় ত্রিপুর। এ খবর জানান রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী। তিনি বলেন, মুষলধারে বৃষ্টির ফলে ওই রাজ্যে ত্রিপুরা দলের কোচের সঙ্গে তেমনভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে ত্রিপুরার পক্ষে কোন্ ফুটবলার গোল করেছে তাও জানা যায়নি। প্রসঙ্গত: বৃহস্পতিবার মধ্যপ্রদেশে পৌঁছানোর পর থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এদিন পরাজিত হওয়া কার্যত আসর থেকে ছিটকে যাওয়ার পথে ত্রিপুরা। ২৮ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। ঘুরে দাঁড়াতে হলে ওই ম্যাচে জয় পেতেই হবে অনিমেষ দেবের ছেলেদের।
Tripura Football: বিসি রায় ট্রফিতে পরাজয় দিয়ে শুরু ত্রিপুরার ।
