টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।।
বড় স্কোর গড়তে চলেছে উত্তর প্রদেশ। ত্রিপুরার বিরুদ্ধে। শেষ বেলায় যদি ত্রিপুরার বোলাররা কিছুটা জ্বলে উঠতে না পারতো তাহলে রাজ্য দলের কাঁধে রানের বুঝা চাপাতো উত্তর প্রদেশ। শিমোগতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সোমবার প্রথম দিনের শেষে উত্তর প্রদেশ ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান করে।একসময় ২৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বড় স্কোরের দিকে এগুচ্ছিল উত্তর প্রদেশ। এই অবস্থায় চেপে ধরে ত্রিপুরা। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক সন্দীপ দাস উত্তর প্রদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শুরু থেকেই ধীর গতিতে রান তোলার দিকে নজর দেয় উত্তর প্রদেশের ব্যাটসম্যানরা। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেয় ওপেনার হিতেশ কুমার ,৩ নম্বরে ব্যাট করতে নামা আরুশ গুপ্তা এবং দল নায়ক আলোক কুমার। এই ত্রয়ীর হাত ধরেই বড় স্কোর গড়ার চেষ্টা করেছে উত্তর প্রদেশ। তবে সিমোগার উইকেট ব্যাটিং সহায়ক। ত্রিপুরার ব্যাটসম্যানরাও যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে বড় স্কোর গড়তে পারবে বিশ্বাস টিম ম্যানেজমেন্ট এর। প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে উত্তর প্রদেশ ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। উত্তর প্রদেশের পক্ষে হিতেশ কুমার ১২৯ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৫, অরুষ গুপ্তা ৭৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৬, আলোক কুমার ৭৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫০, অ্যাংশ সানু ৬৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং আরিয়ান ত্যাগী ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে তুহিন দেবনাথ ৬২ রানে ৩ টি, এরিস মজুমদার ২০ রানে এবং চন্দ্রশান্ত গোস্বামী ৬২ রানে ২ টি করে উইকেট দখল করে। মঙ্গলবার সকালে দ্রুত উত্তর প্রদেশের শেষ উইকেটটি তুলে নিতে হবে ত্রিপুরাকে। পাশাপাশি ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।
Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে বড় স্কোর উত্তর প্রদেশের। চাপে ত্রিপুরা।


Yo, Lucky777login’s got the vibes! Easy to get into the game and the interface is slick. Feels like a legit place to chill and try your luck. Check it out, fam lucky777login