টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।।
প্রথম দিনে হলো মাত্র ২৯.৫ ওভার বল। বৃষ্টির জন্য দিনের বেশিরভাগ সময় হলো না ম্যাচ। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আমন্ত্রণ মূলক ক্রিকেটে। ওই রাজ্যের আলোরের তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার সকালে জয়লাভ করে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দিনের শেষে ২৯.৫ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৭৭ রান করে মধ্যপ্রদেশ। ত্রিপুরার বোলাররা এদিন অনেকটা নিয়ন্ত্রিত বোলিং করেন। শুরুতেই হরপ্রিত সিং আহত হয়ে মাঠ ছাড়ার পর মধ্যপ্রদেশের হয়ে রুখে দাঁড়ান যশ দুবে এবং হিমাংশু মান্ত্রী। এই জুটি সেট হয়ে ওঠার আগেই আঘাত আনেন রানা দত্ত। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ৬৮ রান। হিমাংশু ৮৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে রানা দত্তের বলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর দিনের শেষ বল পর্যন্ত যশের সঙ্গে রুখে দাঁড়ান কুশাগ্রা নাগর। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থেকে যান। যশ ৯২ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ৩৫ রানে এবং কুশাগ্রা ১২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে পাঁচ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে রানা দত্ত ১৪ রানে একটি উইকেট দখল করেন। উইকেট না পেলেও ভালো বল করেছেন বিক্রম দেবনাথ, সন্দীপ সরকার এবং পেশাদার ক্রিকেটার বিজয় শংকর। আজ ত্রিপুরার বোলারদের লক্ষ্য থাকবে দ্রুত মধ্যপ্রদেশের ব্যাটসম্যানদের গুটিয়ে নেওয়া।
Tripura Cricket: ত্রিপুরার বোলারদের পরিশ্রম ভেস্তে দিলো বৃষ্টি।

