টিএসএন ডেস্ক,২৯ অক্টোবর।।
প্রত্যাশিতভাবেই পুদুচেরি জয় করলো ত্রিপুরা। তবে ঝরাতে হলো ঘাম। জয় পেলেও পরের ম্যাচের আগে দুশ্চিন্তায় থাকতে হবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্টকে ব্যাটসম্যানদের নিয়ে। হাতে গোনা দুই একজন ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা প্রথম দুটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। ওই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে পরের ম্যাচগুলিতে আবার ভরাডুবি হবে ত্রিপুরার। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফিতে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ত্রিপুরা জয়লাভ করে তিন উইকেটে। শেষ দিনে বুধবার জয়ের জন্য ত্রিপুরার সামনে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫০ রান। হাতে ছিল ৭ উইকেট। ওই রান করতে ত্রিপুরা আরও চারজন ব্যাটসম্যানকে হারিয়েছেন। পুদুচেরির প্রথম ইনিংসে গড়া ২৭০ রানের জবাবে ত্রিপুরা ২৭৯ রান করেছিলো। ৯ রানে পিছিয়ে থেকে জীবনের সেরা বোলিং করে অমিত আলী সফররত দলকে ১৬১ রানে আটকে দিয়েছিলেন। ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ত্রিপুরা সাত উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। মরশুমে দুই ম্যাচ খেলে ত্রিপুরা ছয় পয়েন্ট অর্জন করে। তৃতীয় দিনের উইকেটে ১০৩ রান নিয়ে খেলতে নেমে এদিন শুরুতেই দীপজয় দেবকে হারায় ত্রিপুরা। আউট হওয়ার আগে দীপজয় ৯৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন। ফর্মে থাকা সেন্টু সরকার ৪৯ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ২২ রান করেন। শেষ দিকে অমিত আলী এবং দীপ্তনু চক্রবর্তী ঠান্ডা মাথায় ব্যাট করে ত্রিপুরাকে মরশুমের প্রথম জয় এনে দেন। অমিত ১৬ বল খেলে সাত রানে এবং দীপ্তনু ৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। পুদুচেরির পক্ষে সাই হরিনাম ২৫ রানে, নিত্যানন্দ ৩৭ রানে এবং আকাশ ৫৭ রানে দুটি উইকেট দখল করেন।মঙ্গলবার ত্রিপুরার জয়কে অনেকটা সহজ করে দিয়েছিলেন লেগ স্পিনার অমিত আলী। করেছিলেন
জীবনের সেরা বোলিং। অমিতের ভেলকিতে কুপোকাৎ হয়েছিল পুদুচেরি। ম্যাচে অমিতের পাশাপাশি নজর করেন ফর্মে থাকা সপ্তজিৎ দাস। ২ ইনিংসেই অর্ধশত রান করেছেন ত্রিপুরার এই রান মেশিনটি। ২-৫ নভেম্বর ত্রিপুরা আসরের তৃতীয় ম্যাচ খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হবে ম্যাচটি।
Tripura Cricket: সি কে নাইডু ট্রফিতে পুদুচেরীর বিরুদ্ধে জয় পেলো ত্রিপুরা ।


777win97 is a gem I recently discovered. Nice and clean site, loads of options for game types. So, if you are looking for a new place to try, click this link 777win97!