টিএসএন ডেস্ক, আগরতলা।।
পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। বোলাররা হিমাচল প্রদেশকে অল্প রানে গুটিয়ে দিলেও ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় আসরের প্রথম ম্যাচে হারতে হয়েছে ত্রিপুরাকে। অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেটে। জয়পুরের অনন্তম মাঠে অনুষ্ঠিত ম্যাচে হিমাচল প্রদেশ জয় লাভ করে ৪৪ রানে। হিমাচল প্রদেশের গড়া ১৯০ রানের জবাবে ত্রিপুরা ১৪৬ রান করতে সক্ষম হয়। এ দিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অমিত আলীর ভেলকির সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় হিমাচল প্রদেশ। দল ১৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়ক মৃদুল ৬৩ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫০, দক্ষ এন নারায়ণ ৭৮ বল খেলে ৪ টি বাউন্ডারি সাহায্যে ৪০, অতুল এ যশবল ৪১ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং সাহিল শর্মা ৩৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ত্রিপুরার পক্ষে অমিত আলি ৩২ রানে পাঁচটি এবং দীপেন বিশ্বাস ৪৪ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরা মাত্র ১৪৬ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে তন্ময় দাস ৪৫ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, সপ্তজিৎ দাস ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, দুর্লভ রায় ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং আনন্দ ভৌমিক ৩৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। হিমাচল প্রদেশের পক্ষে সাহিল শর্মা ৫২ রানে ছয়টি এবং ঋত্বিক ভি কুমার ৩৭ রানে ২ টি উইকেট দখল করেন। ১১ নভেম্বর ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে।
Tripura Cricket: অনূর্ধ্ব ২৩ ক্রিকেটে হিমাচলে পরাস্ত ত্রিপুরা।


go88live… sounds interesting. I really value a site that performs well on mobile, and a good community presence. Giving it a shot! Here’s the link: go88live