টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।।
বুধবার থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রতিপক্ষ সৌরাস্ট্র। এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হবে। এই ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয় দু’দলের ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মরশুমে ভরাডুবি হচ্ছে ত্রিপুরার। এই অবস্থা ব্যাটসম্যানরা যদি নিজেদের সুনাম অনুযায়ী খেলতে না পারেন তাহলে পরাজয় দিয়েই এই আসর শুরু করবে ত্রিপুরা। তবে ভালো খেলা নিয়ে আশাবাদী রাজ্য দলের শিবির। নতুন ফরমেটে ছেলেরা কতটা নিজেদের মেলে ধরতে পারে তার ওপরই নির্ভর করবে সাফল্য। সৌরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। এদিকে ত্রিপুরা চাইছে আজ টসে জয় লাভ করলে প্রথমে ব্যাট নিতে। এবং বিপক্ষের ঘরে রানের বোঝা চাপাতে। কতটা পারবে তার সময় বলবে। ত্রিপুরার হয়ে সম্ভবত গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং হনুমা বিহারী।
Tripura Cricket: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট: সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা।


What’s up, gamers! Heard about linkok9? Jumped in and it’s pretty decent. Good options and smooth gameplay. Give it a shot and see what you think! linkok9