টিএসএন ডেস্ক,১৮ জুন।।
জে সি লীগের অপর খেলাটিও বৃষ্টি বিঘ্নিত অবস্থায় ধুঁকছে। প্রথম দিনের খেলায় ব্লাড মাউথের প্রারম্ভিক ব্যাটসম্যানরা প্রত্যাশিত ভাবেই ব্যর্থ। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি ঘটলে ব্যাটার্সরাও রান সংগ্রহে সক্ষম হবেন বলে অনুমেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত যোগেশ চক্রবর্তী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায়। পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে ব্লাডমাউথ বনাম সংহতি ক্লাবের খেলা। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে যতটুকু খেলা হয়েছে ব্লাড মাউথ কিন্তু তাদের খেলায় যথেষ্ট পর্যায়ে নয়। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে ব্লাড মাউথ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে কিছু সময় অন্তর অন্তর পরিস্থিতি ভালো হলেও ম্যাচ চালানোর উপযুক্ত পরিবেশ ছিল না। ব্লাড মাউথের ওপেনার বিক্রম কুমার দাস ৫৮ বল খেলে চারটি বাউন্ডারি সহযোগে সর্বাধিক ৩২ রান করেন। এছাড়া, উইকেট রক্ষক সেন্টু সরকার করেন ১৩ রান। সন্দীপ সরকার ১৩ রান নিয়ে এবং দীপ্তনু চক্রবর্তী বিনা রানে অপরাজিত রয়েছেন। সংহতির বোলার অজয় সরকার ১৩ রানে এবং দুর্লভ রায় ২০ রানের বিনিময়ের দুটি করে উইকেট পেয়েছেন। এছাড়া, স্বরাব শাহানীর দখলে রয়েছে একটি উইকেট।
Tripura Cricket: ব্লাডমাউথের বিরুদ্ধে প্রথম দিনেই চালকের আসনে সংহতি।
