টিএসএন ডেস্ক,২৫ মে।।
প্রত্যাশিতভাবেই অমীমাংসিতভাবে শেষ হলো স্ফুলিঙ্গ এবং জে সি সি-র ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেলো জে সি সি। এবং দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো। শনিবার ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে সরাসরি জয় পেয়ে মরশুমে দ্বিমুকুট দখল করেছিলো বিশ্বজিৎ পালের শতদল সংঘ। মাঠের আউটফিল্ড ভিজে দেখায় প্রথম দিনে এক বলও খেলা হয়নি। এম বি বি স্টেডিয়ামে স্ফুলিঙ্গের ১৮৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ৪৬ রান করেছিল জে সি সি। রবিবার শেষ দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান সম্রাট সূত্রধর এবং জয়দীপ বণিক দৃঢ়তার সঙ্গে খেলা শুরু করেন। দলীয় ১৪৯ রানের মাথায রানের মাথায় আউট হয়েছেন সম্রাট। আউট হওয়ার আগে ১৩৯ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ৬২ রান করেন। জয়দীপ ১২৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে। এছাড়া দলের পক্ষে আনন্দ ভৌমিক ৩৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৫, দুর্লভ রায় একুশ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। জি সি সি ৭১ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৩৩ রান করার পর দুই অধিনায়ক সম্মতিক্রমে ম্যাচটি অমীমাংসিত হবে শেষ হয়। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে তুষার সাহা ৫০ রানে তিনটি, শুভম ঘোষ ৩৩ রানে ও শংকর পাল ৫৭ রানে দুটি করে উইকেট দখল করেন। এগিয়ে থেকেও খেতাব জয় করতে না পারায় হতাশ জে সি সি-র শিবির। সকলেই বিশ্বাস করেন, প্রথম দিন যদি খেলা হতো তাহলে সরাসরি জয়ের সুযোগ থাকতো জে সি সি-র সামনে।
#tripura #cricket # jc #league#tsn
Tripura Cricket: মরশুমে দ্বিমুকুট শতদলের।লিড নিয়ে রানার্স হলো জে সি সি।
