টিএসএন ডেস্ক, ৩০এপ্রিল।।
দ্বিতীয় ম্যাচে ও সহজ পেলো এগিয়ে চলো সংঘ। মামন রবি দাসের দুরন্ত বোলিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। বুধবার সকালে এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সংঘ ১০ উইকেটে পরাজিত করে জি বি প্লে সেন্টারকে। বিজয়ী দলের মামন রবি দাস চার উইকেট দখল করেন। টানা দুই ম্যাচে জয়লাভ করে শীর্ষে এগিয়ে চলো সংঘ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জি বি প্লে সেন্টার। দল গুটিয়ে যায় মাত্র ৩৭ রানে । দলের পক্ষে দলনায়িকা দীপিকা পাল ৩৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। এগিয়ে চলো সংঘের পক্ষে মামন রবি দাস নয় রানে চারটি এবং অন্নপূর্ণা দাস আট রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৩৫ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে এগিয়ে চলো সংঘ। দলের পক্ষে তানিশা দাস ১৮ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২২ রানে এবং মৌচৈতি দেবনাথ ১৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে নয় রানে অপরাজিত থেকে যান।
#Tripura #women #Cricket #Agiye #chalo #sangha #TSN