টিএসএন ডেস্ক,২০ মে।।
দ্বিতীয় দিনেও বৃষ্টি থাবা। দ্বিতীয় দিনে খেলা হলো মাত্র ৭.৫ ওভার। ফলে অমীমাংসিতভাবেই শেষ হতে চলেছে ইউনাইটেড ফ্রেন্ডস এবং জেসি সির ম্যাচ। এখন দেখার বুধবার শেষ দিনে লিড নিতে পারে কিনা জে সি সি। তবে আবহাওয়া দপ্তরের মতে বুধবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে তৃতীয় দিনে কতটা ম্যাচ হবে তা নিয়েও দেখা দিয়েছে ধূয়াশা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেট আসরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ইউনাইটেড ফ্রেন্ডসের ১৬৯ রানের জবাবে জে সি সি ১ উইকেট হারিয়ে ১৬ রান করে। জে সি সি এখনও পিছিয়ে ১৫৩ রানে। প্রথম দিনে ইউনাইটেড ফ্রেন্ডসের ১৬৭ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও দুই রান যোগ করার ফাঁকে শেষ উইকেটটি হারায়। জে সি সি-র পক্ষে সন্দীপ সরকার ৪৭ রানে ৫টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন জে সি সি ৪ ওভার ব্যাট করে মাত্র ১৬ রান করে ১ উইকেট হারিয়ে। দলের পক্ষে জয়দীপ বণিক ১১ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ৫ রানে এবং সম্রাট সূত্রধর শূন্য রানে অপরাজিত রয়েছেন। তন্ময় দাস ৮ বল খেলে ৪ রান করে সঞ্জয় মজুমদারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন।
#tripura #cricket #a – division #jcc #uf #match #jm
Tripura Cricket: জেসিসি-ইউনাইটেড ফ্রেন্ডসে ভিলেন বৃষ্টি। মীমাংসার সম্ভাবনা ক্ষীণ।
