টিএসএন ডেস্ক ,৯ ডিসেম্বর।।
ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় খাদের কিনারায় রাজ্য দল। বুধবার শেষ দিনে ত্রিপুরার ব্যাটসম্যানরা কতটা জ্বলে উঠতে পারবে তার উপরই আসরের প্রথম ম্যাচে ত্রিপুরার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে। শিমোগতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। শক্তিশালী উত্তর প্রদেশের গড়া ৩৩১ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ২২৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ১৪০ রানে। প্রথম দিনের ৯ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৪৩ রান যোগ করার ফাকে শেষ উইকেটটি হারায় উত্তর প্রদেশ। দলের পক্ষে কৃষ্ণা যাদব ৫১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে। ত্রিপুরার পক্ষে তুহিন দেবনাথ ৭৪ রানে ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। যোগ্যদের বঞ্চিত করে দল গড়া হলে এমনই ফলাফল কাম্য বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ত্রিপুরার পক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নামা পৃথ্বীরাজ গোপ যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে ত্রিপুরার স্কোর ৭০ রানের গণ্ডি পার হতো না। পৃথ্বীরাজ ৩৪ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। এছাড়া ত্রিপুরার পক্ষে রাজদীপ দেবনাথ ২৭ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৪, চন্দ্রশান্ত গোস্বামী ১১ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং তুহিন দেবনাথ ১৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অংকের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। উত্তর প্রদেশের পক্ষে পৃথ্বীরাজ সিং ১৩ রানে ৪ টি, কৃষ্ণা যাদব শুন্য রানে ৩ টি এবং আরভ ত্যাগী ৪১ রানে ২ টি উইকেট দখল করে। ২২৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরার শুরুটা ভালো করে দুই ওপেনার যশ দেববর্মা এবং রাজদীপ দেবনাথ। ওপেনিং জুটিতে দুজন যোগ করে ৭১ রান। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে। ওপেনার রাজদীপ দেবনাথ ৬৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং যশ ৬৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দিনের শেষে বিশাল সরকার ২৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৭ রানে এবং এরিস মজুমদার ১৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ১৪০ রানে।
Tripura Cricket: ফলোঅনে নেমেও ইনিংস পরাজয়ের সামনে রাজ্যের ছোটরা। প্রতিপক্ষ উত্তর প্রদেশ।


Okay, so I tried 666winrealmoney and I gotta say, it’s not bad! Hoping to actually win some real money here. Fingers crossed! Worth a try if you feeling lucky. 666winrealmoney