টিএসএন ডেস্ক,১৯ জুন।।
সহজ জয় দিয়ে আসর শুরু করলো বড়দোয়ালী স্কুল। ৯ উইকেটে পরাজিত করলো ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর বালিকাদের আন্ত: স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার সকালে এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বুধবার প্রায় সারাদিনই বৃষ্টি হওয়ার ফলে মাঠের আউটফিল্ড ভিজে গিয়েছিলো। ফলে ওভার কমিয়ে আনা হয় ৭ এ। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ভবনস ত্রিপুরা বিদ্যমন্দির নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ১৫ রান। দলের পক্ষে উক্তি দাস ২৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৭ রান করেন। বড়দোয়ালী স্কুলের পক্ষে তনুশ্রী দাস ৩ রানে একমাত্র উইকেটটি দখল করেন। জবাবে খেলতে নেমে বড়দোয়ালী স্কুল ২১ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সায়ন্তিকা নম: ১২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ রানে এবং অণুভা পাল ৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। ভবনস ত্রিপুরা বিদ্যামান্দির এর পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন আঞ্জুলিকা সূত্রধর।
Tripura Cricket: বড়দোয়ালীর মেয়েদের কাছে পরাজয় ভবনসের।
