Tripura Cricket: আজ থেকে শুরু হলো অনূর্ধ্ব-‌১৮ ক্রিকেট।

IMG 20250523 WA0000 7

টিএসএন ডেস্ক, ২৪ জুলাই।।
           প্রস্তুতি চূড়ান্ত।  চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন । অংশগ্রহণকারী ১৪ টি ক্লাব দলের অধিনায়ক এবং পুরো টিমের আনুষ্ঠানিক পরিচিতি পর্বে একদিকে যেমন নতুনত্বের ছোঁয়া এসেছে। অপরদিকে আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য দারুন এক উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্পূর্ণ নতুন আঙ্গিকে বুধবার সকালে এমবিবি স্টেডিয়ামে এক দারুন অভিনব অনুষ্ঠানের নজির তৈরি করেছে। প্রতিটি ক্লাব দলের ক্রিকেটার, কোচ, ম্যানেজার, ফিজিও সহ কুড়িজন করে প্রায় ৩০০ জন অনূর্ধ্ব ১৮ ক্রিকেটারদের এক সারিতে শামিল করার উদ্যোগটা নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য। আগামী দিনে অনূর্ধ্ব ১৯ রাজ্য দলের হয়ে জাতীয় আসরে প্রতিভার পরিচয় দিয়ে তাদের থেকেই একাধিক কেউ রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা রাখা যেতে পারে। প্রথম বারের মতো অনূর্ধ্ব ১৮ ক্লাব ক্রিকেট শুরু হয়েছে বৃহস্পতিবার  থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৪টি ক্লাব দল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ-গ্রুপে রয়েছে সংহতি ক্লাব, চলমান সংঘ, ব্লাড মাউথ ক্লাব, ইউনাইটেড বিএসটি, হার্ভে ক্লাব, মৌচাক ক্লাব ও ও পি সি । অন্যদিকে বি-গ্রুপে রয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস, জেসিসি , কসমোপলিটন, স্ফুলিঙ্গ, শতদল সংঘ, পোলস্টার ও বি সি সি । খেলা গুলো হবে এম বি বি স্টেডিয়াম, নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড, টি আই টি, মেলাঘরস্থিত শহীদ কাজল স্মৃতি ময়দান, বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে। গ্রুপ লীগের লড়াই শেষ হবার পর ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২০ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ২২ আগস্ট আগরতলা এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বুধবার সকালে এমবিবি স্টেডিয়ামে আয়োজিত অভিনব অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে বিসিসি-র জয়ন্ত বিশ্বাস, ব্লাড মাউথের রুদ্র সেনগুপ্ত, চলমান সংঘের অর্কজিৎ পাল, কসমোপলিটনের দীপঙ্কর ভাটনগর, হারভে-র অর্কজিৎ সাহা, জেসিসি-র মাহিন চৌধুরী, মৌচাকের সিদ্ধার্থ দেবনাথ, ওপিসি-র সৌরভ সূত্রধর, পোলস্টারের আয়ুষ দেবনাথ, সংহতি-র মাহির্নব লস্কর, শতদল সংঘের সোহেল মিঁয়া, স্ফুলিঙ্গ-র সৌরদীপ দেববর্মা, ইউনাইটেড বিএসটি-র নীতিশ সাহানি, ইউনাইটেড ফ্রেন্ডস-এর কিষান সরকার প্রত্যেকে পুরো টিম নিয়ে পরিচিতি পর্বে ট্রফি নিয়ে ফটোসেশনে টুর্নামেন্টে দারুন খেলার উৎসাহ পেয়েছে। একই অনুষ্ঠানে টিসিএ-র পক্ষ থেকে ১৭ টি কোচিং সেন্টার ও প্লে সেন্টারকে প্রশিক্ষণের প্রয়োজনে ২৪ টি করে বল প্রদান করা হয়েছে। টি সি এ-র সভাপতি তপন লোধ, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সচিব সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী প্রমূখ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য ক্রীড়া আঙিনায় ক্রিকেটের মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে অকৃত্রিম অঙ্গীকারের বার্তা তুলে ধরেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *