টিএসএন ডেস্ক,৯ ডিসেম্বর।।
খেতাবের দৌড় থেকে পিছিয়ে পড়লো রাজ্যের দুই দাবাড়ু শাক্য সিংহ মোদক এবং মেহেকদ্বীপ গোপ।অষ্টম রাউন্ডে পরাজিত হয়ে। ৮ রাউন্ড শেষে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মহারাষ্ট্রের ইন্দ্রজিৎ মাহিন্দ্রকর এবং আসামের ইফতিখার আলম মজুমদার। আজ সকালে হবে শেষ রাউন্ডের খেলা। এদিন সকালে সপ্তম রাউন্ডে শীর্ষে থাকা দুই দাবাড়ু মুখোমুখি হয়েছিলেন। ঐ ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। দ্বিতীয় বর্ষ টি – রেরা প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার আসরের সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা হয়। এন এস আর সি সি-র যোগা হল ঘরে। ৮ রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিশান কুমার। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ত্রিপুরার রাজবীর আহমেদ এবং অগ্রজিত পাল। রয়েছেন শ্যাম নায়েক। বুধবার সকালে রাজবীর এবং অগ্রজিত জয়লাভ করলে প্রথম চার জনে স্থান পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলা পরিচালনা করছেন পান্না আহমেদ।
Tripura Chess: বুধবার সমাপ্ত হবে টি – রেরা রেটিং দাবা প্রতিযোগিতা।


Heard a lot of buzz about pkx77game, and finally gave it a shot. Pretty impressive! Definitely worth checking out pkx77game if you’re looking for something new.