টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।।
প্রস্তুত ত্রিপুরা। ৬৯ তম জাতীয় স্কুল দাবা আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে চার দিনব্যাপী ওই আসর। এন এস আর সি সি তে হবে আসর। ইতিমধ্যে উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যের দল ত্রিপুরার মাটিতে পা রেখে দিয়েছে। আজ আসবে বাকি দলগুলো। বালক বিভাগে ২৬ টি এবং বালিকা বিভাগে ২৭ টি দল আসরে অংশ নেবে। ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ত্রিপুরা যাতে ভালো ফলাফল করতে পারে সেই লক্ষ্যে প্রস্তুতি শেষ। আসরে ত্রিপুরার হয়ে খেলবে মেহেকদীপ গোপ, অভিনব নাথ, দেবজিৎ দে, কৌশল সরকার, দেবময় বর্মন, আরশিয় দাস , আরাধ্যা দাস, উর্মি সাহা, বৈশালী দেবনাথ এবং রাধিকা মজুমদার। জাতীয় আসরে যাতে ভালো ফলাফল করতে পারে ত্রিপুরা ইতিমধ্যে রাজ্য স্কুল বোর্ডের পক্ষ থেকে দাবারুদের বিশেষ প্রশিক্ষক দেওয়া হয়ে গেছে। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ বলেন, যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। চলছে শেষ তুলির টান। রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় আমরা প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া ওই আসরকে স্মরণীয় করে রাখার আপ্রাণ চেষ্টা করে চলছি। আশা করি আমাদের দাবারুরাও আসরে ভালো খেলে রাজ্যের নাম উজ্জ্বল করবে। ২৭ নভেম্বর বিকেল তিনটায় হবে আসরের উদ্বোধন। এন এস আর সি সি-র ইনডোর জিমনাসিয়াম হলে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।এছাড়া থাকবেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। জানা গেছে, উদ্বোধনের পরেই শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।
Tripura Chess: ২৭ নভেম্বর থেকে রাজ্যে শুরু জাতীয় অনূর্ধ্ব-১৭ স্কুল দাবা।


Daga88supperclub.. Supposedly this one’s great. Have you tried them out? I’m always looking for a good platform. Have a peek at daga88supperclub.