টিএসএন ডেস্ক,৮ সেপ্টেম্বর।। লড়াই করে হারলো দাবাড়ু আরাধ্যা দাস এবং শাক্য সিনহা মোদক। অষ্টম রাউন্ডে। গোয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায়। রবিবার আসরের সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা হয়।
সাধারণ মানুষকে সুলভে সুচিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল।আগামীকাল ১০টাকার বহির্বিভাগে (OPD) যে সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন:
অষ্টম রাউন্ড শেষে আরাধ্যা এবং শাক্য – র পয়েন্ট সাড়ে ৫। রাজ্যের অপর দাবাড়ু অঙ্কিতা সরকারের পয়েন্ট সাড়ে চার। বালক বিভাগে রাজ্যের অপর দাবাড়ু অভ্রনীল দের পয়েন্ট সাড়ে তিন।