টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।।
দু’দিনব্যাপী ফি ডে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু ৩ মে। প্রথম বর্ষ ‘লাংনা নি হাদুক’ ওই রেটিং দাবা প্রতিযোগিতা হবে উদয়পুরের স্পোর্টস কমপ্লেক্সে। মোট ৯ রাউন্ডের হবে আসর। প্রথম দিনে সকাল দশটায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসরের সেরা দাবাড়ু প্রাইজবানি বাবদ পাবেন ১০ হাজার টাকা। এছাড়া থাকবে বেশ কয়েকটি পুরস্কার। বয়স ভিত্তিক বিভাগেও থাকবে পুরস্কার। আসরের অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৪৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে ২ মে -র মধ্যে নাম জমা দিতে হবে। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের রাজু মজুমদারের (৯৮৬২৯৮৮৯৭৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। গেলো ২ বছর ধরে ওই সামাজিক সংস্থার কর্তারা রাজ্যের দাবার উন্নতির জন্য এগিয়ে এসেছে। গেলো বছর উন্মুক্ত আসরে ব্যাপক সাড়া লক্ষ করা গিয়েছিল। এবারও ভালো সাড়া পাওয়া যাবে এমনই আশা করছেন উদ্যোক্তারা।
#Tripura #chess #tournament #udaipur #tsn
Tripura Chess: আগামী ২রা মে থেকে শুরু র্যাপিড দাবা।
