টিএসএন ডেস্ক,৯ আগস্ট।।
জাতীয় বক্সিংয়ে সাফল্যের লক্ষ্যে এগুচ্ছে ত্রিপুরার স্নেহা শীল ও আদিত্য মন্ডল। ৫২ থেকে ৫৫ কেজি ওজন বিভাগে বালিকা গ্রুপে ত্রিপুরার স্নেহা শীল রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে উড়িষ্যার রিমশা দোরা-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বালক বিভাগে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেতে ত্রিপুরার আদিত্য মন্ডল লড়ছে প্রথম রাউন্ডের খেলায় মধ্যপ্রদেশের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে ৪র্থ অনুর্দ্ধ ১৫ বছর বয়স ভিত্তিক জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ চলছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শারীরবৃত্তীয় পরীক্ষা-নিরীক্ষার পর বক্সিং রিংয়ে মুষ্টিযুদ্ধের লড়াই শুরু হয়েছে শুক্রবার থেকে। উল্লেখ্য, এযাবৎকালের মধ্যে জাতীয় আসরে ত্রিপুরার কোনো বক্সিং খেলোয়াড় বিশেষ করে মহিলা বক্সার প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সাব জুনিয়র অর্থাৎ অনূর্ধ্ব ১৫ বালক-বালিকা উভয় বিভাগে আরও কয়েকজন অ্যাথলেট রাজ্য দলের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন। ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবারকার আসরে রাজ্যের খেলোয়াড়দের সাফল্যের ব্যাপারে অনেকটাই আশাবাদী। রাজ্য সংস্থার সাধারণ সম্পাদক সমীর সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়ে সকল বক্সারদের শুভেচ্ছার পাশাপাশি সাফল্যও কামনা করেছেন।
Tripura Boxing: জাতীয় বক্সিং আসরের রিংয়ে সাফল্যের সন্ধানে রাজ্যের স্নেহা – আদিত্য।
