টিএসএন ডেস্ক, ১নভেম্বর।।
রওয়ানা হলেন অ্যাথলিটরা। কেরলের উদ্দেশ্যে। এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে। দক্ষিণ ভারতের ওই রাজ্যে অনুষ্ঠিত হবে ২৩ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ৫-৯ নভেম্বর। এই আসরে দেশের হয়ে পদক জয়ের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলবেন ত্রিপুরার ১৬ জন অ্যাথলেট। ত্রিপুরার পাঁচ জন পুরুষ এবং ১১ জন মহিলা ভারতীয় দলের হয়ে এবারকার এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে অংশগ্রহণ করবেন। অ্যাথলিটরা হলেন মহিলা বিভাগে: জবা পাল দত্ত, গায়েত্রী মজুমদার, চন্দনা দাস সাহা, দেবী রানী দাস, শেফালী বর্ধন, মিতালি দেবনাথ, কবিতা দাস, সবিতা দাস, শাহানারা বেগম, স্বপ্না পাল ও পূর্ণিমা দাস। পুরুষ বিভাগে: তপন শীল, লিটন দেববর্মা, যুগল কিশোর দেব, আসিস কর ও পরিমল পাল। এশিয়ান আসর থেকে পদক জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের অ্যাথলিট-রা।
Tripura Athletics: এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে কেরলের উদ্দেশ্যে রাজ্যের অ্যাথলিটরা।


21betscasino is giving off decent vibes. Selection of games is alright, and the payout speeds seem decent so far. Worth checking out, yeah?: 21betscasino