টিএসএন ডেস্ক,২৮ অগাষ্ট।
আরবিটারের সমস্যা কিছুটা হলেও লাঘব হলো ত্রিপুরায়। দীর্ঘ বছর যাবত আরবিটারের সমস্যায় ভুগছিলো রাজ্য দাবা সংস্থা। এবার সেই সমস্যা অনেকটা কমলো। জাতীয় আরবিটার পরীক্ষায় উত্তীর্ণ হলেন রাজ্যের ১৯ জন। দুদিন ব্যাপী জাতীয় আরবিটারের পরীক্ষা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো ২১ আগস্ট। তাতে সারা দেশের ৪৩ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৯ জন ‘ এ ‘ বিভাগে, ২৪ জন ‘ বি ‘ বিভাগে উত্তীর্ণ হয়েছেন। ‘ এ ‘ বিভাগে উত্তীর্ণ হওয়া রাজ্যের আরবিটাররা হলেন প্রিয়ব্রত ভট্টাচার্য, কিংশুক দেবনাথ, রাজবীর আহমেদ, স্কাই দেবনাথ, শেখোয়াত হোসেন, দীপাশ্রী রায় চৌধুরী, সুদীপ কুমার বণিক, প্রতীক দেবনাথ, অনিন্দিতা চক্রবর্তী, দেবলিনা কুন্ডু, মুসকান দেবনাথ, ‘ বি ‘ বিভাগে উত্তীর্ণ হয়েছেন বিষ্ণুপদ দে, গৌরব চক্রবর্তী, আকবর হোসেন, বিভাস গোস্বামী, সুবীর দেব, ইমোশি বেগম, রানু চন্দ্র দাস এবং পঙ্কজ দেবনাথ। উত্তীর্ণ হওয়া আর্বিটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক এবং সচিব মিঠু দেবনাথ।
Tripura Chess: জাতীয় আরবিটরের পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন। সমস্যা লাঘব রাজ্যের।
