টিএসএন ডেস্ক, ২ সেপ্টেম্বর ।।
ড্র এর নাগপাশ থেকে বের হলো ফরোয়ার্ড ক্লাব। লীগের অন্তিম ম্যাচে। ১০ দলীয় লীগের ন-টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ড্র এবার ফরোয়ার্ডের কাল হয়েছে। দশটি দলের মধ্যে প্রথম চারটি দল মূল পর্বে অর্থাৎ সুপার লিগে খেলবে। আজ, মঙ্গলবার দুর্দান্ত জয়ের সুবাদে ফরওয়ার্ড ক্লাব পঞ্চম স্থানে উঠে এসে এবারের প্রথম ডিভিশন লীগ ফুটবল শেষ করেছে। লাগাতর তিনটি ড্র ম্যাচের পর শক্তিশালী তথা লীগের প্রথম স্থানে অবস্থানকারী এগিয়ে চলো সংঘ কে পরাজিত করে ফরোয়ার্ড ক্লাবের শিবিরে একটু হলেও খুশির বাতাবরণ তৈরি হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ঘরোয়া ফুটবলের লীগ পর্যায়ের খেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে। লীগের ৪৫ তম তথা অন্তিম ম্যাচে সন্ধ্যায় উনাকান্ত মিনি স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে চলো সংঘকে পরাজিত করেছে ফরোয়ার্ড ক্লাব। প্রথমার্ধের খেলা এক-এক গোলে ড্র তে অমীমাংসিত ছিল। এগিয়ে চলো সংঘের এ এল তামাং ৪৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করে দলকে এক- শূন্যতে লিড এনে দিলেও প্রথমার্ধের ইনজুরি টাইমে অর্থাৎ তিন মিনিট বাদে ফরোয়ার্ড ক্লাবের অনিকেত জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড ক্লাব তুলনামূলক আক্রমণাত্মক খেলে শেষ পর্যন্ত সাফল্য ছিনিয়ে নেয়। খেলার ৮৫ মিনিটের মাথায় এনপি সিং এর গোল ফরওয়ার্ড ক্লাবকে দুই-একে লিড এনে দেয়। পরবর্তী সময়ে এগিয়ে চলোর খেলোয়াড়রা চেষ্টা করেও গোলটি পরিশোধ করতে পারেনি। উপরন্ত খেলার দুই অর্ধে খেলায় অসদাচরনের দায়ে রেফারি আদিত্য দেববর্মা দুই দলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।
Tripura Football: ফরোয়ার্ডের কাছে এগিয়ে চলোর প্রথম পরাজয় । ফলাফল ২-১
