টিএসএন ডেস্ক,১৪ মে।।
অবশেষে জয়ের মুখ দেখলো কেশব সংঘ। বুধবার কেশব সংঘ ন্যূনতম গোলে পরাজিত করে উমাকান্ত কোচিং সেন্টারকে। উমরাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে কোনও দলই তেমন আহামরি খেলতে পারেনি। অজশ্র মিস পাসে ভরা ছিল ম্যাচ। এক সময় ম্যাচ বিরক্তিকর হয়ে উঠেছিল। বেশিরভাগ সময়ই বল গড়িয়েছে মাঝ মাঠে। প্রথমার্ধে দু দলই বিক্ষুব্ধ কিছু আক্রমণ করলেও বিপক্ষের জাল নাড়াতে ব্যর্থ হয় আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায়। ফলে প্রথমার্ধ থাকে গোল শূন্য। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে কেশব সংঘের পক্ষে জয় সূচক গোলটি করেন জয়ান জমাতিয়া। এরপর উমাকান্ত কোচিং সেন্টারে ফুটবলাররা সমতা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। শেষ পর্যন্ত জয়ানের গোলেই জয় পেলো কেশব শঙ্খ। ম্যাচটি পরিচালনা করেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী।
#Tripura #Football #c – division #tns