Tripura Cricket: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়িয়ে মান রক্ষা ত্রিপুরার।
টিএসএন ডেস্ক, ৪ নভেম্বর ।। এড়ানো হলো ইনিংস পরাজয়। বুধবার ম্যাচের শেষ দিনে পরাজয়ের রুখতে লড়বে ত্রিপুরা। কতটুকু পারবে তার সময় বলবে। অরিন্দম বর্মন এবং আনন্দ ভৌমিকের দায়িত্বশীল ব্যাটিং ত্রিপুরাকে ঘরের মাঠে ইনিংস পরাজয় এড়াতে বড় ভূমিকা নিয়েছেন। তবে দিনের শেষ বেলায় অরিন্দমকে হারিয়ে এখন অনেকটাই চাপে রাজ্য দল। দেখার শেষ দিনে কতটা লড়াই ছুঁড়ে…

