
Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন শতদল সংঘ। পেলো সুপার ডিভিশনের ছাড়পত্র।
টিএসএন ডেস্ক,২৬ এপ্রিল।। এক বছর পর পুনরায় সুপার ডিভিশনে খেলা ছাড়পত্র অর্জন করলো শতদল সংঘ। রান রেইটে কসমোপলিটন ক্লাবকে পেছনে ফেলে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে সেরার সম্মান পেলো শতদল সংঘ। শনিবার শতদল সংঘ খেতাব নির্ণায়ক ম্যাচে ও পি সি-কে ২ উইকেটে পরাজিত করে। আসরে সাত ম্যাচ খেলে শতদল সংঘ এবং কসমোপলিটন ক্লাব ছয়টি করে ম্যাচে…