Tripura Cricket: তামান্না, ঋজু-র ব্যাটে চন্ডিপুরকে বধ করলো ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,২৮ সেপ্টেম্বর।। চন্ডিগড়ে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। পরাজিত করলো স্বাগতিক চন্ডিগড়কে। এই জয়ের সুবাদে ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইলেন ঋজু সাহা-রা। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালের খেলা ছাড়পত্র অর্জন করে নেবে ত্রিপুরা। ২৯ সেপ্টেম্বর হবে গ্রুপের শেষ ম্যাচ।শনিবার পাঞ্জাবের পিসিএ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে আট উইকেটে।…

