IMG 20250927 WA0001

Tripura Cricket: তামান্না, ঋজু-‌র ব্যাটে চন্ডিপুরকে বধ করলো ত্রিপুরা।

টিএসএন ডেস্ক,২৮ সেপ্টেম্বর।। চন্ডিগড়ে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। পরাজিত করলো স্বাগতিক চন্ডিগড়কে। এই জয়ের সুবাদে ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইলেন ঋজু সাহা-‌রা। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালের খেলা ছাড়পত্র অর্জন করে নেবে ত্রিপুরা। ২৯ সেপ্টেম্বর হবে গ্রুপের শেষ ম্যাচ।শনিবার পাঞ্জাবের পিসিএ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে আট উইকেটে।…

আরো পড়ুন