
Tripura women Cricket: খেতাব জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ফেভারিট ব্লাডমাউথ।
টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।। খেতাবের স্বপ্ন নিয়েই মঙ্গলবার থেকে মাঠে নামছে গেলো বারের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাব। প্রতিপক্ষ নিউ প্লে সেন্টার। টি আই টি মাঠে সকাল পৌনে নয়টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। উদ্বোধনী দিনে হবে ছয়টি ম্যাচ। টি আই টি মাঠে দুপুর ১ টায় চাম্পামুরা কোচিং সেন্টার খেলবে…