
Tripura Cricket: ডি এল এস ম্যাথডে পরাজিত এগিয়ে চলো, জয়ী ব্লাড মাউথ।
টিএসএন ডেস্ক, ২মে।। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে এগিয়ে গেলো ব্লাড মাউথ ক্লাব। ডি এল এস ম্যাথডে ৭ রানে পরাজিত করলো এগিয়ে চলো সংঘ-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথের গড়া ১০৭ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন এগিয়ে চলো সঙ্ঘ…