
Tripura Cricket: প্রথম বারের মতো ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ ক্লাব ক্রিকেট।
টিএসএন ডেস্ক, আগরতলা।। উদ্বোধনী দিনে হবে চারটি ম্যাচ। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে চলমান সংঘ খেলে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে, এম বি বি স্টেডিয়ামে জে সি সি খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে, টি আই টি মাঠের সংহতি খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে এবং মোনপুরের তালতলা স্কুল মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। ২৪ জুলাই হবে আসরের উদ্বোধন।…