Tripura Chess: ২৭ নভেম্বর থেকে রাজ্যে শুরু জাতীয় অনূর্ধ্ব-১৭ স্কুল দাবা।
টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।। প্রস্তুত ত্রিপুরা। ৬৯ তম জাতীয় স্কুল দাবা আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে চার দিনব্যাপী ওই আসর। এন এস আর সি সি তে হবে আসর। ইতিমধ্যে উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যের দল ত্রিপুরার মাটিতে পা রেখে দিয়েছে। আজ আসবে বাকি দলগুলো। বালক বিভাগে ২৬ টি এবং বালিকা বিভাগে…

