Tripura Cricket: অনূর্ধ্ব-২৩ ক্রিকেটের শেষ ম্যাচেও পরাজয়ের ধারা অব্যাহত ত্রিপুরার।
টিএসএন ডেস্ক,২২ নভেম্বর। পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬ উইকেটে। উত্তর প্রদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেটে। জয়পুরের কে এল সাইনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আসরে ছয় ম্যাচ খেলে ত্রিপুরা মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। এদিন শেষ ম্যাচে ত্রিপুরার ক্রিকেটাররা লড়াই করবে এমনই আশা করেছিলেন…

