Friendly Cricket Match: প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে রাজ্যে আসছেন টলিউডের তারকা যীশু সেনগুপ্ত।
টিএসএন ডেস্ক,৩১ জুলাই।। দুটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে রাজ্যে আসছেন টলিউডের একঝাঁক তারকা-রা। ৩ আগস্ট কমলপুর ক্রিকেট মাঠের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে টি সি এ একাদশের বিরুদ্ধে খেলবে বেঙ্গল টাইগার্স দল। ওই দলের অধিনায়ক যীশু সেনগুপ্ত। এছাড়া দল রয়েছেন শতদীপ সাহা, বনি, রাহুল এবং সৌরভের মতো ক্রিকেটার। জানা গেছে কমলপুরে ১০ ওভারের হবে প্রদর্শনী ম্যাচ। ৪…

