
Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে মৌচাকের প্রথম জয়।
টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।।প্রথম জয় পেলো মৌচাক ক্লাব। নিজেদের চতুর্থ ম্যাচ খেলে। রবিবার মৌচাক ক্লাব ২৫ রানে পরাজিত করে চলমান সংঘকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে মৌচাক ক্লাবের গড়া ১৭৫ রানের জবাবে চলমান সংঘ ১৫০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে সেকান্দার কুমার…