
Tripura Table Tennis: মে মাসের শেষ লগ্নে রাজ্য সামার টি টি’ র আসর।
টিএসএন ডেস্ক,২৭ এপ্রিল।। পরিবর্তন হলো সভাপতি। রাজ্য টেবিল টেনিস সংস্থার। প্রাক্তন সভাপতি তথা নলছরের বিধায়ক কিশোর বর্মন দীর্ঘদিন ধরে পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করে আসছিলেন। রবিবার রাজ্য সংস্থার বার্ষিক সাধারণ সভায় নতুন করে রাজ্য সংস্থার সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবী রতন চন্দ্র দাস। এন এস আর সি সি-র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এদিন বেশ কিছু সিদ্ধান্ত…