
Tripura News: ক্রীড়া দিবসে বিলোনিয়াতে সংবর্ধিত ৯ জন।
টিএসএন ডেস্ক, বিলোনিয়া।। সারা রাজ্যের সঙ্গে বিলোনিয়া মহকুমায় ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দক্ষিণ জেলা জাতীয় ক্রীড়া দিবস। অনুষ্ঠানটি হয় পুরাতন টাউন হলে। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক হেমেন্দ্র দেববর্মা, ক্রীড়া দপ্তরের সহকারী আধিকারিক মিহির শীল এবং দক্ষিণ জেলা স্কুল…