
Tripura Chess: আগামী ২৬ জুলাই স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা।
টিএসএন, ১০ জুন।। ডেস্ক ত্রিপুরার দাবার ইতিহাসে এবারই প্রথম। অনুষ্ঠিত হতে চলেছে আন্ত:স্কুল দলগত ফিডে রেটিং দাবা প্রতিযোগিতা। দুদিনব্যাপী প্রতিযোগিতা শুরু হবে ২৬ জুলাই। অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বিভাগে। এন এস আর সি সি-র দাবা হলঘরে অনুষ্ঠিত হবে আসর। ১ জানুয়ারি ২০১১ সালের পর জন্ম দাবাড়ুরা অনুর্ধ ১৪ বিভাগে এবং ১ জানুয়ারি ২০০৮ সালের পর…