
Tripura Chess: খোদেদের দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন দেবরায়,তৃষিকা।
টিএসএন ডেস্ক,৯ মে।। একছত্র আধিপত্য দেখালো মেট্রিক্স চেস একাডেমির দাবাড়ুরা। রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী ওই আসর শুক্রবার শেষ হয় ব্যানার্জি পাড়াস্থিত রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে। বালিকা বিভাগে অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও বালক বিভাগে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে ম্যাট্রিক্স চেস একাডেমি দাবাড়ু-রা। দুদিন ব্যাপী রাজ্য আসর শেষ হয় শুক্রবার। বালকদের ৫ রাউন্ডের আসরে…