
Tripura Sports: আগামী ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে স্কুল স্পোর্টস বোর্ডের ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট।
টিএসএন ডেস্ক,৯ আগস্ট। স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১১ আগস্ট থেকে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগরতলা পুর নিগম থেকে শুরু করে পশ্চিম জেলা এবং স্টেট লেভেল স্কুল স্পোর্টস মিটের সূচি অনুযায়ী অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের ব্লক স্তরের ভলিবলের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট মধুবন কাঠালতলী স্কুল…