
Tripura Football: এস এম কাপ ফুটবলের জন্য দল ঘোষণা স্পোর্টস স্কুলের।
টিএসএন ডেস্ক, ২৭ জুলাই।। অমরপুরে ২৮-৩০ জুলাই ৬৪তম সুব্রত কাপ অনুর্ধ ১৭বছর বালিকাদের রাজ্য আসর অনুষ্ঠিত হবে। ওই আসরে অংশ নেবে ত্রিপুরা স্পোর্টস স্কুল।শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিগত বেশ কয়েক বছরের রাজ্য চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেন স্কুলের প্রধান তথা সহকারী অধিকর্তা ডঃ ভারতী নিগম। তাছাড়া উপস্থিত থাকবেন রাজ্য দলের…