
Tripura Cricket: রাজ্য ভিত্তিক সিনিয়র ক্রিকেটে শক্তিশালী সদরের সামনে বিশালগড়।
টিএসএন ডেস্ক,৮ জুলাই।। রাজ্য সিনিয়র ক্রিকেটের মহারণ বুধবার খেতাবি দখলের লড়াইয়ে শক্তিশালী সদর মহকুমা মুখোমুখি হবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। আসরের এখন পর্যন্ত অপরাজেয় নিরুপম সেনের সদর মহকুমা। অপরদিকে আসরের শুরুতেই উদয়পুর মহকুমার বিরুদ্ধে পরাজিত হয়েছিল বিশালগড় মহকুমা। পরের ম্যাচগুলো জয় পেয়ে ফাইনালে খেলা…