Tripura Kabadi: পানিসাগরে শুরু রাজ্য ভিত্তিক স্কুল কবাডি।
টিএসএন ডেস্ক, ২০ আগস্ট। উত্তর ত্রিপুরা জেলা স্তিত পানিসাগর মহকুমার আঞ্চলিক শারিশিক্ষণ মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্য অনূর্ধ্ব ১৭ ছেলে এবং মেয়েদের কবাডি প্রতিযোগিতার শুভ সূচনা হয়। অনুষ্ঠানের গাছে জল সঞ্চালনের মাধ্যমে শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভবতোষ দাস, পানিসাগর নগর…

