
Tripura Handball: কুমারঘাটে রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা।
ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।। রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু মঙ্গলবার থেকে। উনকোটি জেলার কুমারঘাট মহকুমায় হবে রাজ্য আসর। আসরে অংশ গ্রহণের জন্য অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকাদের ২০ সদস্যের শক্তিশালী দল পশ্চিম জেলার দল ঘোষণা করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব হুলো পাল খেলোয়ারদের নাম ঘোষণা করেন। তিনি আশা করেন রাজ্য আসরে…