
Tripura Chess: প্রথম বর্ষ রাজ্য স্কুল দাবায় চ্যাম্পিয়ন হলিক্রশ।
টিএসএন ডেস্ক,২৭ জুলাই।। প্রত্যাশিতভাবেই প্রথম বর্ষ রাজ্য স্কুল রেটিং দলগত দাবা প্রতিযোগিতায় শিরোপা দখল করল হোলিক্রস স্কুল। রাজ্যের ৫১ টি স্কুলকে পেছনে ফেলে অনুরাগ ভট্টাচার্য, আয়ুষ সাহা, আদ্রুষ কর্মকার এবং কুশল সরকার-রা দাপটের সঙ্গে চোষট্টি ঘরে লড়াই করে নিজের স্কুল হোলিক্রসকে সেরা শিরোপা এনে দেয়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে প্রথম বর্ষ ওই আসর অনুষ্ঠিত হয়…