
Tripura Chess: ২৬ জুলাই থেকে শুরু রাজ্য স্কুল রেটিং দলগত দাবা।
টিএসএন ডেস্ক,১১ জুলাই।। পরিবর্তন হলো সূচিতে। দু’দিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দলগত দাবা প্রতিযোগিতা শুরু ২৬ জুলাই। অনুর্ধ ১৪ এবং ১৭ দু বিভাগে আসর হওয়ার কথা ছিল। এখন তা কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাজ্য দাবা সংস্থার কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রথমবর্ষ ওই আসর হবে শুধুমাত্র অনূর্ধ্ব ১৭ বিভাগে। রাজ্য দাবা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে। রাজ্য…