Ranji Trophy: ঘরের মাঠে বাংলার বিরুদ্ধে লিড নেওয়ার স্বপ্ন দেখছে ত্রিপুরা। হনুমার দুর্দান্ত শতক।
টিএসএন ডেস্ক, ৩ নভেম্বর।। শেষ দিনে মঙ্গলবার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে ত্রিপুরাকে। সকালের স্ব্যাতস্ব্যাতে আবহাওয়াকে কাজে লাগিয়ে সফররত বাংলা দলের তারকা বোলাররা চাইবেন ত্রিপুরাকে চাপে ফেলে দিতে। ওই অবস্থায় ত্রিপুরার শেষের ব্যাটসম্যানরা কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন তার উপরই নির্ভর করবে বাংলার বিরুদ্ধে লিড নেওয়া। আপাতত কিছুটা হলেও চালকের আসনে রয়েছে রাজ্য দল। শেষ…

