
North East Badminton: আসরে দাপট আসাম – মিজোরামের। শুরবারে চূড়ান্ত লড়াই।
টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনের মধ্য দিয়ে আগরতলায় নর্থ-ইস্ট জুন ইন্টার স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন এবং এরপর দুটি ইনডোর হলে পাঁচটি পোর্টে একনাগাড়ে প্রতিযোগিতার প্রথম দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগের দলগত প্রতিযোগিতায় অরুণাচল প্রদেশ ২-০ সেটে মেঘালয়কে, মিজোরাম সিকিমকে, মনিপুর হারিয়েছে নাগাল্যান্ডকে। একইভাবে আসামের…