
IPL News: আজ বৈভব জ্বরে কাবু ইডেন ।
টিএসএন ডেস্ক, ৪মে।। ইডেন-গার্ডেনে কেকেআর ও রাজস্থান ম্যাচ নিয়ে ক্রিকেটের পারদ চড়ছে কলকাতায়। রবিবারের এই ম্যাচেও আকর্ষণের কেন্দ্র বিন্দুতে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের বৈভব প্রথম দুই ম্যাচে দেখিয়েছেন তাঁর ক্রিকেটীয় ” বৈভব”। তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে হতাশ করেছে বিহারের এই কিশোর। তাই চতুর্থ ম্যাচে ফের নিজের জাত চেনাতে মুখিয়ে আছেন কিশোর ক্রিকেটার বৈভব। ইডেনের গ্যালারিতে…