
Tripura Hockey: এসএনবিপি জাতীয় হকি আসরের জন্য রবিবার অনুষ্ঠিত হবে রাজ্য দলের শিবির.।
টিএসএন ডেস্ক,১২ জুন।। পুনেতে নবম এসএনবিপি জাতীয় অনূর্ধ্ব ১৬ হকি প্রতিযোগিতা শুরু ১ অক্টোবর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্সে হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশগ্রহণের জন্য ১৩ জুলাই হবে নির্বাচনী শিবির। এ ডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে। ঐদিন সকাল ১১ টায় শুরু হবে নির্বাচনী শিবির। অংশ…