Tripura Hockey: রাজ্য অনূর্ধ্ব ১৬ দলের নাম ঘোষণা।
টিএসএন ডেস্ক,২৩ সেপ্টেম্বর।। পুনেতে অনূর্ধ্ব ১৬ বালকদের হকি প্রতিযোগিতা শুরু ১ অক্টোবর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। তাতে অংশ নেবে ত্রিপুরা। অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করে হকি ত্রিপুরা সংস্থার সচিব দেবাশীষ ভৌমিক। ২৫ সেপ্টেম্বর আসরে অংশগ্রহণের জন্য রওয়ানা হবে ত্রিপুরা দল। ঘোষিত দলে রয়েছে: অনুপম শুক্ল দাস, বিশ্বজিৎ রায়, সম্রাট সাহা, জাহির আব্বাস,…

