
Football News: শুক্রবার বালিকা ফুটবলে মনিপুরের মুখোমুখি ত্রিপুরা।
স্পোর্টস ডেস্ক, ২০ মার্চ।।গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। তাতে ত্রিপুরা মুখোমুখি হবে মনিপুরের। অসমের লকরাতে অনুষ্ঠিত আসাম রাইফেলস সেন্টিনাল বালিকাদের ফুটবলে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ওই রাজ্যের আসাম রাইফেলস মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেতে পারলেই পরবর্তী রাউন্ডে চলে যাবে ত্রিপুরা। আর পরাজিত হলে আসর থেকে ছিটকে যাবে। আপাতত দুই ম্যাচ…