Tripura Football: কেশব সংঘের কাছে উমাকান্ত কোচিং সেন্টারের পরাজয় ।
টিএসএন ডেস্ক,১৪ মে।। অবশেষে জয়ের মুখ দেখলো কেশব সংঘ। বুধবার কেশব সংঘ ন্যূনতম গোলে পরাজিত করে উমাকান্ত কোচিং সেন্টারকে। উমরাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে কোনও দলই তেমন আহামরি খেলতে পারেনি। অজশ্র মিস পাসে ভরা ছিল ম্যাচ। এক সময় ম্যাচ বিরক্তিকর হয়ে উঠেছিল। বেশিরভাগ সময়ই বল গড়িয়েছে মাঝ মাঠে। প্রথমার্ধে দু দলই…

